যেভাবে ভারতীয় ভিসা করবেন
একদিকে যখন শীত অন্যদিকে তখন বর্ষা ।উত্তরে যখন বরফ পড়ে, দক্ষিণে তখন গরম ।দীর্ঘ সমুদ্র সৈকতের সঙ্গে পাহাড় আর মরুভূমি। বলছিলাম পাশের দেশ ভারতে কথা ।
সময় পেলে এখনই ঘুরে আসতে পারেন ভারত থেকে।কিন্তু ভারতীয় ভিসা করবেন কিভাবে?
ভারতীয় ভিসার জন্য অনলাইনে এইওয়েবসাইটথেকে আবেদন করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও ছবি দিয়ে আবেদনপত্র পূরণ করুন । সঠিকভাবে পূরণ করার পর ফরমের পিডিএফ কপি ডাউনলোড করে প্রিন্ট করুন।
এবার ফরমের উপরে নির্ধারিত জায়গায় ২/২ ইঞ্চি সাইজের ছবি আঠা দিয়ে যুক্ত করুন । ছবি অবশ্যই সবশেষ ৩ মাসের মধ্যে তোলা হতে হবে।
এরপর এইওয়েবসাইটেগিয়ে ভিসা ফি পরিশোধ করুন। ফরম ও ভিসা ফি পরিশোধের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পেশার সার্টিফিকেট বা এনওসি, বর্তমান ঠিকানার যে কোন বিলের ফটোকপি, পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টের কপি ও পাসপোর্ট আপনার কাছের ভারতীয় ভিসার সেন্টারে গিয়ে জমা দিন।
জমার দেওয়ার পর ভিসা সেন্টার থেকে স্লিপ বুঝে নিন। যেখানে আপনার পাসপোর্ট ডেলিভারির সময় উল্লেখ থাকবে।
এরপর নির্ধারিত দিনে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করুন । ভিসা আবেদনের জন্য পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টের পরিবর্তে আপনার সবশেষ ৬ মাসের ব্যাংকিং লেনদেনের বিবরণও দিতে পারেন ।