Tech News

চারটি নতুন Mi TV লঞ্চ করল Xiaomi, দাম ও ফিচারগুলি দেখে নিন

Mi TV  সিরিজের চারটি নতুন স্মার্ট টিভি লঞ্চ করল Xiaomi। এই টিভিগুলি হল Mi TV 4X 65 ইঞ্চি, Mi TV 4X 43 ইঞ্চি, Mi TV 4X 50 ইঞ্চি আর Mi TV 4A 40 ইঞ্চি। এর সাথেই PatchWall ইন্টারফেসে Netflix অ্যাপ সাপোর্ট যোগ হয়েছে আর  কালো রঙে লঞ্চ হয়েছে Mi Soundbar। বেজিং এর কোম্পানিটি জানিয়েছে গোটা দেশে 34.2 শিতাং Mi TV অফলাইনে বিক্রি হচ্ছে। এছাড়াও গোটা দেশে বিক্রি হওয়া মোট Mi Tv -র 80 শতাংশ ভারতে তৈরী হচ্ছে।

Mi TV 4X 65 ইঞ্চি, Mi TV 4X 43 ইঞ্চি, Mi TV 4X 50 ইঞ্চি আর Mi TV 4A 40 ইঞ্চি এর দাম

Mi TV 4X 65 ইঞ্চি এর দাম 54,999 টাকা। Mi.com আর Flipkart থেকে এই টিভি পাওয়া যাবে।

Mi TV 4X 43 ইঞ্চি এর দাম 24,999 টাকা। Mi TV 4A 40 ইঞ্চি এর দাম 17,999 টাকা। অন্যদিকে Mi TV 4X 50 ইঞ্চি কিনতে 29,999 টাকা খরচ হবে। Amazon.in আর Mi.com থেকে এই টিভি কেনা যাবে।

29 সেপ্টেম্বর নতুন Mi TV মডেলগুলি বিক্রি শুরু হবে। অন্যদিকে 29 সেপ্টেম্বর Mi TV 4X 65 ইঞ্চি প্রিওর্ডার শুরু হবে। অনলাইন ছাড়াও অফলাইনেও পাওয়া যাবে Xiaomi -র নতুন স্মার্টটিভিগুলি।

লঞ্চ অফারে Airtel Xstream Fiber কানেকোশনে ছয় মাসের সাবস্ক্রিপশনের সাথে এক মাস অতিরিক্ত পরিষেবা পাওয়া যাবে।

Mi TV 4X 65 ইঞ্চি স্পেসিফিকেশন ও ফিচার

65 ইঞ্চি টিভিতে 55 ইঞ্চি টিভির ডিসপ্লের থেকে 40 শতাংশ বেশি সার্ফেস এরিয়া থাকছে। এই টিভিতে থাকছে 0.43 ইঞ্চি বেজেল। Mi TV 4X 65 ইঞ্চি টিভিতে একটি 65 ইঞ্চি 4K UHD 10 বিট ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট পাওয়া যাবে। টিভির ভিতরে থাকছে Cortex A55 চিপসেট। এই টিভিতে চারটি স্পিকার থাকছে। সাথে থাকছে দুটি সাবউফার। থাকছে DTS-HD আর Dolby Audio সাপোর্ট।

Mi TV 4X 65 ইঞ্চি টিভিতে PatchWall 2.0 ইন্টারফেস চলবে। Android TV 9.0 অপারেটিং সিস্টেমে এই স্কিন ডিজাইন করেছে Xiaomi। PatchWall 2.0 তে Amazon Prime Video, Netflix সহ বিভিন্ন অ্যাপ সাপোর্ট যোগ হয়েছে।

Mi TV 4X 43 ইঞ্চি ও Mi TV 4X 50 ইঞ্চি স্পেসিফিকেশন ও ফিচার

Mi TV 4X 65 ইঞ্চি ছাড়াও মঙ্গলবার লঞ্চ হয়েছে Mi TV 4X 43 ইঞ্চি আর Mi TV 4X 50 ইঞ্চি। এই দুই টিভিতে যথাক্রমে 43 ইঞ্চি ও 50 ইঞ্চি 4K 10 বিট ডিসপ্লে থাকছে। সাথে থাকছে 20W স্কিপার আর PatchWall 2.0 ইন্টারফেস।

Mi TV 4A 40 ইঞ্চি স্পেসিফিকেশন ও ফিচার

Mi TV 4A 40 ইঞ্চি তে থাকছে একটি 40 ইঞ্চি Full HD ডিসপ্লে। এই টিভিতে একটি 20W স্পিকার থাকছে সাথে থাকছে  DTS-HD সাপোর্ট।

নতুন টিভিগুলিতে PatchWall 2.0 স্কিনে থাকছে Google Assistant ইন্টিগ্রেশন।

Mi Soundbar কালো ভেরিয়েন্ট

চারটি নতুন টিভি ছাড়াও মঙ্গলবার Mi Soundbar এর কালো ভার্সান লঞ্চ করেছে Xiaomi। কালো রঙে Mi Soundbar এর দাম 4,999 টাকা। এই সাউন্ডবারে আটটি স্পিকারে সিনেমাটিক অভিজ্ঞতা পাওয়া যাবে। থাকছে Bluetooth, Aux, S.PDIF সাপোর্ট।

Mi TV রিমোট থেকেই Mi Soundbar কন্ট্রোল করা যাবে। এই জন্য টিভির সাথে S/PDIF ব্যবহার করে Mi Soundbar এর সাথে কানেক্ট করতে হবে।

Dollar Buy Sell Web Site Make

DoridroTech

Get all Tech News, Freelancing Tips, Computer Tips, Earn Money Online Tips in Bangla, Latest Tech News of Bangladesh, Domain Registration, Web Hosting, Web Design and Development.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Domain & Hosting Service
Back to top button
Open chat
1
Hello 🙄
Can we help you?