Wordpress
ওয়ার্ডপ্রেস নতুন ভার্সনে আপডেট দেওয়ার আগে যেগুলো বিষয় মাথায় রাখা উচিৎ?
DoridroTech
0 1,052 1 minute read
গত ৬ ডিসেম্বর WordPress 5.0 রিলিজ হয়েছে। মূলত, নতুন ভার্সন পাবলিশ করার উদ্দেশ্যই হলো Gutenberg আগের classic editor কে রিপ্লেস করে ওয়ার্ডপ্রেসের নিজস্ব ভিজুয়াল বিল্ডার। এছাড়াও আগের ভার্সনে যত প্রকার বাগ আছে (যেমন- সিকুরিটি, সিস্টেম, ডাটাবেস ইত্যাদি) সেগুলো কাটিয়ে একটি পরিপুর্ন সুন্দর একটি ব্লগিং সিস্টেম উপহার দিতেই এই রিলিজ। এটা WordPress এর একটা মেজর আপডেট তাই কিছু সতর্কতা মেনে আপডেট দেওয়া ভালো।
চলুন জেনে নেই নতুন ভার্সনে আপডেট দেওয়ার আগে কি কি করা উচিৎ–
- প্রথমেই cPanel এর ফুল ব্যাকাপ নিয়ে নেন। (আপনার যদি DoridroTech এর Cloud Backup সার্ভিসটি নেওয়া থাকে তাহলে ব্যাকআপ না নিলে চলবে। কারন আমরা আপনাদের ডেইলি ব্যাকআপ রাখছি।)
- আপনার WordPress সাইট এর জন্য ব্যাবহৃত যত গুলো থিম ও প্লাগিন আছে, সে গুলো WordPress 5.0 এর জন্য compitable কিনা তা চেক করে নিন।
- আপনার থীম এর আপডেট রিলিজ হয়ে থাকলে থীম আপডেট করে নিন। তবে থীম আপডেটের আগে সতর্ক থাকবেন আপনি থিমের যদি কোন কোর ফাইল ইডিট করেন তাহলে সেটা অবশ্যই ওয়ার্ডপ্রেস চাইল্ড থিমে রাখতে হবে।
- আপনার ওয়েবসাইটে যে plugins গুলো ব্যবহার করছেন সেগুলোর পেজে গিয়ে দেখুন WordPress 5.0 compitablity আপডেট হয়েছে কিনা।
- অনেকেই Gutenberg পছন্দ করছেন না। তারা চাইলে আগের classic editor ইউজ করতে পারেন। সেক্ষেত্রে WordPress আপডেট কররা পরে Classic Editor plugin ইন্সটল করতে পারবেন।
Theme, plugin চেক করা হয়ে গেলে তারপর WordPress আপডট দিবেন।
পরিশেষে,
WordPress 5.0 একটা মেজর আপডেট। তাই WordPress এতদিন যেভাবে চলছিল এখন নতুন পথে চলা শুরু করবে। তাই জেনে শুনে কিছু দিন পর WordPress 5.0 ভার্সন আপডেট করলে ভালো।
DoridroTech
0 1,052 1 minute read